Breaking News
  • চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ: এলাকায় ব্যাপক উত্তেজনা
  • ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত ৩
  • জানাযার পূর্বে মৃত ব্যক্তি জেগে উঠলেন!
  • বিশ্বনাথে দৌলতপুর যুবসংঘের অভিষেক ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত
  • কলাপাড়ায় আমনের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

মহাদেবপুরে ভন্ড কবিরাজ স্বপন আটক

নিউজবাংলা: ১৯ নভেম্বর, বৃহঃবার:

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :

নওগাঁর মহাদেবপুরে চিকিৎসার নামে রোগীকে নির্যাতন, ঝাড়ফুসহ বিভিন্ন অজুহাতে রোগীর কাছ থেকে প্রতারনা করে টাকা নেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম স্বপন(৫০) নামে এক ভন্ড কবিরাজকে অবশেষে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামে নিজ বাড়ীতে চিকিৎসার সময় তাকে আটক করে। আটককৃত ভন্ড কবিরাজ একই গ্রামের নূরুল ইসলামের ছেলে।

জানা যায়, হঠাৎ করে গত আড়াই বছর থেকে একটি পুরাতন কবরকে মাজার তৈরী করে অপচিকিৎসা করে আসছিলেন। অপচিকিৎসা করার সময় রোগীদের মারপিট ও বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিয়ে আসেন। গত কয়েক দিন আগে একই উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের শুভ ইসলাম নামে এক যুবক ভন্ড কবিরাজের সাগরাতের প্রলোচনায় চিকিৎসার জন্যে আসেন। এ সময় শুভ ইসলামকে চিকিৎসার নামে মারপিট করা হয়। এরপর তিনি ও এলাকাবাসি জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরো জানা গেছে, ভন্ড কবিরাজ স্বপনের কাছে আসা রোগীদের জ্বীন, পরী, পেতœী, ভুত ধরেছে বলে পানি পরা দিতেন । পাশাপাশি চিকিৎসার নামে রোগীদের লাঠি দিয়ে, মহিলাদের শারীরক ভাবে মারপিট করা হয়। শেষে ঔষদের নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেন ভন্ড কবিরাজ স্বপন।
এদিকে ভন্ড কবিরাজ জাহাঙ্গীর আলম স্বপন রোগিদের মারপিট করার অভিযোগ অস্বীকার করেছেন।
নওগাঁর সিভিল সার্জন ডা: মোজাহার হোসেন বুলবুল জানান, অভিযোগের ভিত্তিতে খোর্দ্দনারায়নপুর গ্রামে ভন্ড কবিরাজের বাড়ী গিয়ে এর সত্যতা পেলে থানা পুলিশের মাধ্যমে আটক করা হয়েছে।#

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: কেক কেটে বিশ্বনাথ থানার ওসির যোগদানের দুই বছর পূর্তি অনুষ্ঠান পালন
Next: সন্ত্রাস নাশকতাকারী ও মাদক ব্যবসায়ীরা জাতির শক্র…….নওগাঁ পুলিশ সুপার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*