Breaking News
  • হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

মহিলা সহকর্মীর কোলে বসে পুলিশকর্মী বরখাস্ত

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: থানার ভিতরের তখন চলছে ফুর্তি৷আচমকাই এক মহিলা পুলিশের কোলে বসে পড়লেন পাকা দাড়ির এক পুলিশকর্মী৷কোলে বসার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বরখাস্ত করা হল পাকা দাড়িওয়ালা পুলিশকর্মীকে৷ ঘটনাটি ঘটেছে ভারতের জম্মু-কাশ্মীরের রাজোরি জেলার বুধাল থানাতে।

সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর নড়ে চড়ে বসে জম্মু-কাশ্মীর প্রশাসন। কর্তব্যরত অবস্থায় মহিলা এসপিও-র কোলে বসে পরার মধ্যে কি ছিল শুধুই মজা? তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
মহিলা এসপিও চেয়ারে বসে ছিলেন। তাঁর কোলে এসে বসে পরেন বুধাল থানার সিনিয়র কন্সষ্টেবল জাকির হুসেন। এরপর সেই ছবি লিক হয়ে যায় ফেসবুক এবং হোয়াটস অ্যাপে। ছবিগুলি প্রকাশ্যে আসার পরেই সাসপেন্ড করা হয় ওই পুলিশকর্মীকে।
রাজোরি-পুঞ্জ রেঞ্জের ডিআইজি একে আতরি বলেন, ‘ঘটনাটি খুব নিন্দনীয়। এই ঘটনাকে কখনই বরদাস্ত করা যায় না।’ তাই ছবি প্রকাশ্যে আসার পরেই সাসপেন্ড করা হয় ওই কনসষ্টেবলকে এবং ওই মহিলা এসপিও-র ওপরেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত কাজ কি জেনে নেই !
Next: সৌদিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নামছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*