Breaking News
  • বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভ থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলার কার্যক্রম ঝুঁকিপূর্ণ
  • কলাপাড়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত
  • কুয়াকাটায় ঘরবাড়ী ভেংগে বসতভিটা থেকে উচ্ছেদ করে জমি দখল
  • ‘জামায়াত পাকিস্তানের ভাবরাধায় বিশ্বাসী’
  • ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

মহেশপুরে ২ বাড়িতে ডাকাতি, আটক ২

নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদপুর গ্রামে তরিকুল ইসলাম ও প্রভাষক আবুল কালাম হেসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন (২৬) ও ইসরাফিল হোসেন বাবু (২৪) নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

আটক ফরহাদ হোসেন মহেশপুর উপজেলার বনানীপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং ইসরাফিল হোসেন একই উপজেলার হামিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ৮/৯ জনের একটি ডাকাত দল হামলা চালায় দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার রফিউদ্দিনের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুই ডাকাতকে আটক করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন ডাকাতি ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ভালুকায় মালটা চাষে স্বাবলম্বী কৃষক মনমথ
Next: ঝিনাইদহে বিহঙ্গের উদ্যোগে ৩ দিন ব্যাপি নবান্ন উৎসব শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*