নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদপুর গ্রামে তরিকুল ইসলাম ও প্রভাষক আবুল কালাম হেসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরহাদ হোসেন (২৬) ও ইসরাফিল হোসেন বাবু (২৪) নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ফরহাদ হোসেন মহেশপুর উপজেলার বনানীপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং ইসরাফিল হোসেন একই উপজেলার হামিদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ৮/৯ জনের একটি ডাকাত দল হামলা চালায় দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার রফিউদ্দিনের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুই ডাকাতকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন ডাকাতি ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলা/একে
Comments
comments