Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

মানিকগঞ্জে চলন্ত বাসে জমজ কন্যা প্রসব

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

 

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট সংযোগ সড়কে সাহেদা খাতুন (৩৫) নামে এক যাত্রী চলন্ত বাসের মধ্যে ফুটফুটে জমজ কন্যা প্রসব করেছেন ।

সাহেদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার কুসুডাঙ্গা গ্রামের মো. খাইরুল ইসলাম বাবুর স্ত্রী। গ্রামের বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে এই  ঘটনা ঘটেছে।

সাহেদার ভাই মো. ইনামুল হোসেন বলেন, বাবু ও সাহেদার ১৬ ও ১৩ বছরের দুই মেয়ে রয়েছে। বাবু সংগ্রাম পরিবহণের ব্যবস্থাপক পদে চাকুরি করায় স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার দারুস সালাম এলাকার একটি বাসায় থাকেন।

গর্ভবতী সাহেদাকে জানুয়ারির প্রথম সপ্তাহে সন্তান প্রসবের তারিখ নির্ধারণ করেন চিকিৎসকরা। এ কারণে সাতক্ষীরার পাটখেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামে তার বাবার বাড়ি সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়।

ওই গ্রামের বাড়ির উদ্দেশে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি (এনামুল) সাহেদা ও মেজো বোন সালমা এবং ভাগ্নিকে নিয়ে গাবতলী থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহণের একটি বাসে রওনা হন।

চলন্ত বাসেই সাহেদার প্রসব বেদনা শুরু হয়। পাটুরিয়া ফেরিঘাটের কাছে এসে বাসের ভেতর সন্তান প্রসব করেন তিনি।

এ সময় স্বজন ও যাত্রীদের অনুরোধে নবজাতক ও প্রসূতিসহ বাস ঘুরিয়ে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে বলেও জানান ইনামুল।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আরশাদ উল্লাহ জানান, নবজাতক ও মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থ আছেন। স্বজনরা চাইলে ছয় ঘণ্টা পরে বাসায় যেতে পারবেন।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: চাঁদপুরে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
Next: আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ: মহিলাসহ আহত ১০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*