Breaking News
  • বিশ্বনাথে বিদ্যালয়ের ভূমি জবর-দখল! ইউএনও-ওসি-শিক্ষা কর্মকর্তা বরাবরে স্মারকলিপি
  • ‘ রাস্তা বিহীন সেতু’ দুভোর্গে বিশ্বনাথের শিক্ষার্থী ও এলাকাবাসি
  • আনন্দ মেলার নামে রাণীশংকৈলে স্কুল মাঠে নগ্ন নৃত্য
  • বড়পুকুরিয়া কয়লা খনিতে ভূগর্ভ থেকে সুড়ঙ্গ পদ্ধতিতে কয়লা তোলার কার্যক্রম ঝুঁকিপূর্ণ
  • কলাপাড়ায় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

মুক্তিপেলেন গয়েশ্বর

নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:

ঢাকা : নাশকতার মামলায় জামিনের পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে তিনি মুক্তি পান।

এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গয়েশ্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

কাশিমপুর জেল সুপার মিজানুর রহমান গয়েশ্বর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গয়েশ্বরের জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় পুলিশের দায়ের করা মামলায় গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে তখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি। চলতি বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।

৩ নভেম্বর বিচারিক আদালতে গয়েশ্বরের হাজিরার দিন থাকলেও তিনি হাজির হতে পারেনি। ৪ নভেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে ওই আদেশের বিরুদ্ধে গয়েশ্বর হাইকোর্টে আপিল করলে তার জামিন হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: আইএস রণকৌশল বদলেছে
Next: ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*