নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা : যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় আগামীকাল ঘোষণা করা হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই ঘোষণা দেন।
বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতিহাসান ফয়েজ সিদ্দিকী।
রিভিউ খারিজের পর ফাঁসি এড়াতে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সামনে।
মুজাহিদের পক্ষে শুনানিতে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নিউজবাংলা/একে
Comments
comments