Breaking News
  • হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের খবর অসত্য: জামায়াত

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেটের নিকট আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ক্ষমা চেয়েছেন’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে জামায়াত।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২১ নভেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে। একইসঙ্গে প্রচার হওয়া এ সংবাদটি এই মুহূর্তে বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে।

ডা: শফিকুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে কারা অধিদপ্তরের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার আবেদন করেছেন। প্রচারিত এ খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।’

তিনি বলেন, পরিবারের সঙ্গে সাক্ষাতকালে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার বিষয়ে পরামর্শের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শের ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি পরিবারের নিকট প্রাণভিক্ষার বিষয়ে কোন বক্তব্য দেননি। পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে জানানো হয়েছে যে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আইনজীবীদের সঙ্গে পরবর্তী আইনি বিষয়ে পরামর্শ করতে চান।

আইনজীবীগণ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারাকর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কারাকর্তৃপক্ষ মুজাহিদের ইচ্ছা অনুযায়ী এখনো আইনজীবীদেরকে সাক্ষাতের অনুমতি দেননি। বিভিন্ন গণমাধ্যমে ক্ষমা চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। আমরা কারাকর্তৃপক্ষকে মুজাহিদের সঙ্গে আইনজীবীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ করছি। সেই সঙ্গে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের জন্য কারাকর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি।

আইনজীবীদের সাক্ষাৎ এবং কারাকর্তৃপক্ষের অফিসিয়াল বক্তব্য আসার আগে বিভ্রান্তিমূলক ও নোংরা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি

নিউজবাংলা/ বিজ্ঞপ্তি/একে

Share This:

Comments

comments

Previous: দেশে ফিরেছেন খালেদা
Next: টাঙ্গাইলে জমে উঠেছে গরিবের শীতের কাপড়ের মার্কেট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*