Breaking News
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
  • হিরোইনসহ কৃষি কর্মকর্তা-ব্যবসায়ী আটক
  • ওলামাদলের নেতাসহ আটক ৬

‘যতদিন প্রয়োজন ততদিন ফেইসবুক বন্ধ থাকবে’…………ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: জননিরাপত্তা ও জনস্বার্থে যতদিন প্রয়োজন ততদিন ফেসবুক বন্ধ থাকবে। আজ রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইস অ্যান্ড ইটস রোল ইন ন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ক একটি গোল টেবিল সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুক সহ যে সব ইন্টারনেট অ্যাপস বন্ধ রয়েছে তা বন্ধ থাকবে।

গোলটেবিল বৈঠকের আয়োজন করেন টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।
গত বুধবার থেকে ফেসবুক,ভাইবার,হোয়াট’স অ্যাপ, টুইটার, ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার।
তারানা হালিম বলেন, ‘দেশের স্বাধীনতার যুদ্ধে ছাত্র সমাজ সহ দেশের জনগণ যেরকম ত্যাগ স্বীকার করেছেন সেভাবেই বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে ইন্টারনেটের সীমিত ব্যবহারের বিষয়টি মেনে নিয়ে একই রকম কন্ট্রিবিউশন রাখবেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জনগণের নিরাপত্তার স্বার্থেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তারপরেও অনেকেই বিকল্প উপায়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’
তবে বিকল্প উপায়ে ইন্টারনেটের এই ব্যবহার নাশকতাকারীদের খুব বেশি সুবিধা প্রদান করবে না দাবি করেন তারানা হালিম। কারণ হিসেবে তিনি বলেন,‘বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আমরা তদারকির আওতায় আনতে পারছি। এছাড়া তারা ইন্টারনেটের স্পিড খুব বেশি পাচ্ছে না। ফলে বিকল্প উপায়ে ফেসবুকের ব্যবহার খুব বেশি নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করবে না।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: আইএস দমনে সকল ব্যবস্থা নিতে ফ্রান্সের প্রস্তাবে জাতিসংঘের সম্মতি
Next: মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১০ হাজার টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*