Breaking News
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রেও মুসলমানদের উপর ধর্মীয় সহিংসতা বেড়েছে

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে মুসলমানদের উপর সহিংসতা বেড়েই চলেছে। ইসলামিক স্টেটের (আইএস) কার্যক্রম শুরুর পর থেকে যুক্তরাজ্যে মুসলমানদের উপর ধর্মীয় সহিংসতা আগের তুলনায় বেড়েছে।

এছাড়া সম্প্রতি প্যারিস হামলার পর থেকে যুক্তরাষ্ট্রেও মুসলমানদের উপর ‘ঘৃণাসূচক’ আক্রমণ, মসজিদে হামলা এবং ধর্মপ্রাণ মুসলমানদের উপর হুমকি বেড়েছে।
সম্প্রতি ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের ওপর বর্ণবাদী আক্রমণের হার ৩০০ ভাগেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সংস্থা। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলে দ্য ইন্ডিপেন্ডেন্টের এক খবরে প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যে মুসলিম ও মসজিদে হামলার ঘটনা রেকর্ডে রাখা টেলম্যামা হেল্পলাইনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৩ নভেম্বর প্যারিস হামলার পর যুক্তরাজ্যজুড়ে মুসলিমদের ওপর আক্রমণের হার ৩০০ ভাগেও বেশি বেড়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী পোশাক পরা ১৪ থেকে ৪৫ বছর বয়সী নারীরা বেশি হামলার শিকার হচ্ছেন। ১৫ থেকে ৩৫ বছর বয়সী শ্বেতাঙ্গ পুরুষরাই মূলত: এ সকল আক্রমণ পরিচালনা করে থাকে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাবলিক প্লেস, বাস ও ট্রেনে বেশিরভাগ হামলার ঘটনা ঘটছে। মুসলিম মেয়েশিশুরাও এ হামলা থেকে রেহাই পাচ্ছে না। অনেককেই প্রতিনিয়ত নানা কটূক্তির শিকার হতে হচ্ছে।
ইসলামিক হিউম্যান রাইটস কমিশন নামের একটি সংগঠন জানিয়েছে, যুক্তরাজ্যে বসবাসকারী ৫৬ শতাংশ মুসলিম কোনো না কোনোভাবে মানসিক এবং শারীরীক হয়রানির শিকার হচ্ছেন।
সংগঠনটি বলছে, বৃটিশ সরকারের বিভিন্ন নীতিই বৃটেনে ইসলামোফোবিয়া (মুসলিম বিদ্বেষ) বৃদ্ধিতে মূল জ্বালানি জোগাচ্ছে। ধর্মীয় হামলার শিকার হওয়াটা বৃটিশ মুসলিমদের জন্য নিত্যদিনকার ঘটনায় পরিণত হয়েছে।
সংগঠনটি ১ হাজার ৭৮২ জনের উপর একটি জরিপ চালিয়ে মুসলমানদের উপর ধর্মীয় হামলা বৃদ্ধির স্পষ্ট চিত্র দেখতে পায়। বিশেষ করে ব্রিটিশ সরকারের নিরাপত্তা আর চরমপন্থা সংশ্লিষ্ট নীতিগুলো সেদেশের মুসলিমদের উপর ‘নেতিবাচক প্রভাব’ ফেলছে বলে জানিয়েছে জরিপে অংশ নেওয়া লোকজন।
জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি মানুষই বলেছেন, তাদেরকে ভুলভাবে দোষারোপ করা হচ্ছে কিংবা তাদের উপর অযাচিত সন্দেহ করা হচ্ছে।
৬০ শতাংশের বেশি মানুষ মনে করে, রাজনীতিবিদরা তাদের বিষয়ে কিছুই ভাবেনা। ৫৬ শতাংশ মানুষ কটু মন্তব্যের শিকার হয়েছেন আর ১৮ শতাংশ মুসলিমকে শারীরিক আঘাত করা হয়েছে। তবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বলছে, মুসলিম বিদ্বেষ বন্ধে তারা সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে ঈমান নামের উনিশ বছর বয়সী শ্বেতাঙ্গ ধর্মান্তরিত মুসলিম তরুণীর কথা উল্লেখ করা হয়েছে।ঈমান জানিয়েছে, ধর্মান্তরিত হওয়ার পর তার কলেজ কর্তৃপক্ষ তাকে সন্দেহ করতে শুরু করে যে, সে উগ্রপন্থী হয়ে উঠেছে। তারা সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের কাছেও তার বিষয়ে রিপোর্ট করে। পরে কর্মকর্তারা ধর্মাচরণ আর বিশ্বাস নিয়ে তার সঙ্গে কথাও বলেন।
যখন তারা নিশ্চিত হয় যে, সে কোনো উগ্রপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তখন তারা তাকে ব্যবহারেরও চেষ্টা করে।
ঈমান বলছেন, এখন পরিস্থিতি এমন যে, একজন মুসলিম হিসেবে অন্যদের মতো আমার স্বাভাবিক জীবনযাপন করার অধিকার নেই। আমাকে হয় উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করতে হবে, না হলে নিজেই উগ্রপন্থী হিসেবে চিহ্নিত হতে হবে।
গবেষক আরজু মিরালি বলছেন, এখন এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে মুসলিমরা মনে করেন, তাদের সবসময় সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তাদের জীবনযাপন দিনে দিনে কঠিন হয়ে উঠছে।
বৃটেনে ইসলামোফোবিয়ার সর্বশেষ ঘটনাটি ঘটেছে অক্টোবর মাসে। লন্ডনে বাসে একজন মুসলিম নারীর উপর অপর এক বৃটিশ যাত্রীর বর্নবাদী মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর পুলিশ এর তদন্ত শুরু করেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুসলিম নারীকে আইএস সম্মোধন করে ওই যাত্রী বলছেন, ‘তোমরা তোমাদের দেশে চলে যাও।’এক পর্যায়ে ওই নারীকে লাথি মারারও হুমকি দেন তিনি। মুসলিম ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে বৃটিশ নারীযাত্রীটি বলতে থাকেন ‘তোমার পেটে লাথি মারব। যেন তোমার কখনো সন্তান না হতে পারে।’ ঘটনাটির ভিডিও ধারণ করেন অন্য আরেক যাত্রী। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: স্ত্রীর জন্য স্বামীর অদ্ভুত কাণ্ড!
Next: ফ্যাশন চলছে হিজাবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*