নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
নরসিংদী : বরুন বাদশা (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধা করেছে পুলিশ।
শহরের ভাগদী কবরস্থান সংলগ্ন রাস্তা থেকে বৃহস্পতিবার রাত ১২টায় তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই দিন রাত ১০টার দিকে কে বা কারা তাকে তার নিজ বাড়ি থেকে ডেকে নেয়।
রাতেই খোঁজাখুঁজি করে কবরস্তানের পাশে তার জবাই করা লাশ পাওয়া যায়।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) আবু তাহের জানান , নিহত বরুন বাদশা শহরের ভাগদী মহল্লার মোতালিব সরকারের পুত্র।
নিউজবাংলা/একে
Comments
comments