Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

যে খারাপ অভ্যাসে দেহে ক্ষয় তরান্বিত করে

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

ঢাকা: ছোট থেকে বড় হওয়ার সময় কিছু অভ্যাস প্রতিদিনের সঙ্গী হয়ে যায়। এসব অভ্যাসের মধ্যে কিছু বদঅভ্যাস মিশে যায় অঙ্গাঅঙ্গিভাবে। আমাদের অজান্তেই মনের ভেতর দারুণভাবে বাসা বাধে সেসব অভ্যাস। কিন্তু কখনোই ভেবে দেখি না এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতোটা ক্ষতিকর হতে পারে। আমন্ত্রণ জানাতে পারে নিশ্চিত মৃত্যুঝুঁকিকেও। সেসব বদ অভ্যাসের মধ্যে-

রাতে দেরিতে ঘুমানো
রাতে অনেক দেরিতে ঘুমানো বা না ঘুমিয়ে টুকিটাকি কাজে ব্যস্ত থাকা অনেকেরই প্রিয় অভ্যাস। কেউ কেউ এটাকে নিজের স্টাইলও মনে করেন। এই অভ্যাস নিজের যে কতোটা ক্ষতি করে তা বুঝতেই পারেন না। রাতে না ঘুমানোর অভ্যাস দেহের ইমিউন সিস্টেমকে (রোগ প্রতিরোধের স্বয়ংক্রিয় ও স্বনিয়ন্ত্রিত পদ্ধতি) একেবারে নষ্ট করে দেয়। যার কারণে দেহে খুব সহজে বাসা বাঁধে মারাত্মক সব রোগ। তাই রাতের বেলা ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম কখনোই ভুলে যাওয়া চলবে না।

দীর্ঘক্ষণ হেডফোনে গান শোনা
ইদানীং তরুণ প্রজন্মের কাছে সারাক্ষণ হেডফোনে গান শোনাটা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাস্তাঘাটে চলতে গেলেই কানে হেডফোন লাগিয়ে ঘুরে বেড়ান। এতে করে কম বয়সে শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। এছাড়াও কানে নানা ধরণের সংক্রমণজনিত রোগ দেখা দিতে পারে।

নাক খোঁচানো
দৃষ্টিকটু এই কাজটি আমরা অনেকেই যখন তখন করে বসি। একটু অবসর পেলেই নাক খোঁচাতে বসে যান এমন মানুষের সংখ্যা একেবারে কম নয়। নাকের সঙ্গে আমাদের মুখ, চোখ এবং মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। যখন তখন নাক খোঁচানোর ফলে আপনার নখে থাকা জীবানু সেসব অঙ্গে প্রবেশ সহজেই। ফলে সাবধান হোন এখনি।

নখ কামড়ানো
নখ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। যাদের এই অভ্যাস রয়েছে তারা যে কোনো সময়ই নখ কামড়াতে থাকেন। অথচ সারদিন কতো জীবাণুযুক্ত স্থানেই না আপনি হাত দিচ্ছেন, আপনার এই নখ কামড়ানোর অভ্যাসের কারণে জীবাণু সরাসরি মুখ থেকে পেটে চলে যাচ্ছে। এটি অবশ্যই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ।

ভারি ব্যাগ বহন করা
প্রতিদিন স্কুল-কলেজ, অফিস বা ঘুরতে যাওয়ার সময় অনেকেই ভারী ব্যাগ বহন করে থাকে। অপ্রয়োজনীয় জিনিসে ঠাসা ব্যাগের ওজন হয় অনেক বেশি। দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ এই ভার বহন করার বদঅভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কাঁধ ও মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, পিঠের হাড় বাকিয়ে যাওয়া, একাধারে ঘর্ষণের ফলে হাড় ভঙ্গুর হয়ে স্থায়ী ক্ষতি হতে পারে। আর এ সবই বাড়িয়ে দেবে ‘স্পন্ডেলাইটিস’ নামে একটি রোগের ঝুঁকি। গলার মাংসপেশিতে অবিরত চাপ মাথায় পৌঁছে যায় সহজেই। তারপর শুরু হয় তীব্র মাথা ব্যথা।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বাংলাদেশ বন্ধ থাকা সীমান্ত সড়কগুলো খুলে দিতে আগ্রহী
Next: এবার মিউজিক ভিডিওতে ইমরান-এষা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*