Breaking News
  • বরগুনার বামনায় ফেইজবুক খুলে সরকার বিরোধী অপ-প্রচার করার দায়ে গ্রেফতার-১
  • বরগুনার তালতলীতে দেবরের দায়ের কোপে গৃহবধূ খুন
  • ভুয়া ও ভেজাল কসমেটিকস উৎপাদনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা
  • ঠাকুরগাঁওয়ে যুবকের মৃতদেহ উদ্ধার
  • কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মতবিনিময়

রংপুর গুটিয়ে গেলো ৮২ রানে

নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:

ঢাকা: টি-২০ তে চার-ছক্কার ফুলঝুরি দেখার জন্যই দর্শকরা মাঠে আসেন। চার-ছক্কার তালে তালে দর্শকদের গর্জন তুলবেন সেটিই তো অনুমিত। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের ১১তম ম্যাচে এসেও যেন টি-২০ ধাঁচ খুঁজে পাওয়া যাচ্ছে না। টি-২০’র পরিবর্তে ওয়ানডেতে তো নয়; যেন টেস্ট খেলছেন ব্যাটসম্যানরা।
শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ম্যাচেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। কুমিল্লার বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকা রংপুর ১৯.৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৮২ রান সংগ্রহ করে। স্কোর দেখে বোঝা যাচ্ছে না এটি টি-২০ নাকি টেস্ট ক্রিকেট!
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ মিথুন, তবে এই রান করতে তাকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছে। মাত্র দুটি চার মেরেছেন তিনি। শেষের দিকে সাকলাইন সজিব করেন ১১ রান। রংপুরের আর সব ব্যাটসম্যানের নামের পাশেই মোবাইলের ডিজিট। লেন্ডল সিমন্স ৭ বলে ৩, সৌম্য সরকার ৫ বলে ৫, জহুরুল ৭ বলে ৪, মিসবাহ-উল-হক ১৭ বলে ৬ এবং থিসারা পেরেরা করেন ১২ বলে ৯ রান। কোনো ছক্কা তো মারতেই পারেননি রংপুরের ব্যাটসম্যানরা; চার মেরেছেন মাত্র ৬টি।
কুমিল্লার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ‘বিধ্বংসী’ ছিলেন শ্রীলংকান পেসার নুয়ান কুলাসেকারা। ৪ ওভারের স্পেলে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া আবু হায়দার ২টি এবং সুনিল নারিন ও আসার জাইদি ১টি করে উইকেট লাভ করেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় রংপুর রাইডার্স। ৯ রান তুলতেই দুই ওপেনারকে হারায় সাকিবের দল। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর আগেই জহুরুল হককে আউট করেন সুনিল নারিন। রংপুরের রান তখন ৩ উইকেটে ১৮ রান।
১৮ রানে ৩ উইকেট হারানোর পর নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারা সাকিবের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মিসবাহ-উল-হকের কাঁধে চড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। তবে পাকিস্তানের টেস্ট অধিনায়ক দলীয় ৩১ রানের মাথায় ১৭ বলে ৬ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে চরম ব্যাটিং বিপযয়ে পড়ে রংপুর।
এরপর কোনো রান যোগ না করেই আসার জাইদির বলে আল আমিন লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স। একের পর এক উইকেটের পতনে রংপুরের ব্যাটিং লাইনের কোমড় ভেঙে যায়। সেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি উত্তর বঙ্গের দলটি। গুটিয়ে যায় মাত্র ৮২ রানে।
শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভয়াবহ হয় রংপুরের। নুয়ান কুলাসেকারার করা দলীয় দ্বিতীয় ওভারের পঞ্চল বলে থার্ডম্যানে মারলন স্যামুয়েলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (৫)।
পরের বলেই আবার কুলাসেকারার আঘাত। এই লংকান পেসারের বলে বিভ্রান্ত হয়ে স্লিপে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লেন্ডল সিমন্স (৩)। এরপর পঞ্ম ওভারের শেষ বলে সুনিল নারিনকে তুলে মারতে গিয়ে মিড-উইকেটে মাহমুদুল হাসানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম।
মিসবাহকে নিয়ে মোহাম্মদ মিথুন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে এই দুজনই ধীরগতিতে ব্যাটিং করেন। দলীয় ৩২ রানের মাথায় আবু হায়দারের করা ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মিসবাহ। টেস্ট মেজাজে টি-২০ খেলে (১৭ বলে ৬) বিদায় নেন রংপুর অধিনায়ক।
পরের ওভারে আক্রমণে এসে আল আমিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন আসার জাইদি। রান তখন ৫ উইকেটে ৩২। কিছুক্ষণ পর থিসারা পেরেরাকে ইমরুলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়ে রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন আবু হায়দার। দলীয় রান তখন ৬ উইকেটে ৫৪।
দলীয় ৬৭ রানের মাথায় কুলাসেকারার বলে আবু হায়দারকে ক্যাচ দিয়ে নিজের সংগ্রামী ইনিংসের যবনিকা টানেন মোহাম্মদ মিথুন। এরপর দু’দুটি রান আউট ও নুয়ান কুলাসেকারার বোলিং তোপে পড়ে এক বল বাকি থাকতেই ৮২ রানে গুটিয়ে যায় সাকিবহীন রংপুর।
আগের দিন সিলের সুপার স্টারসের বিপক্ষে মাত্র ১০৯ রান করেও ৬ রানের জয় পাওয়ায় আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে সাকিবহীন রংপুরের। তবে আগের ম্যাচে বৃহস্পতিবার আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহার করার ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। ফলে শুক্রবার কুমিল্লার বিপক্ষে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।
অন্যদিকে বুধবার বরিশাল বুলসকে গুঁড়িয়ে দেয়া কুমিল্লাও রয়েছে দারুণ ছন্দে। ফলে দারুণ ফাইটিং এক ম্যাচের আশাই করছেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। চার ম্যাচ তিন জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে উত্তর বঙ্গের দলটি। তবে শুক্রবার সাকিবের অনুপস্থিতিতে রংপুর কিছুটা হলেও পিছিয়ে থাকবে।

অন্যদিকে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে টানা জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

রংপুর রাইডার্স: সৌম্য সরকার, লেন্ডল সিমন্স, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, সাচিত্রা সেনানায়েকে, আবু জায়েদ, সাকলাইন সজিব ও আরাফাত সানি

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, মাহমুদুল হাসান, মারলন স্যামুয়েলস, শুভাগত হোম চৌধুরী, ধীমান ঘোষ, অলক কাপালি, মাশরাফি বিন মু্র্তজা, আসার জাইদি, নুয়ান কুলাসেকারা, সুনিল নারিন ও আবু হায়দার।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: অক্ষম স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে ইসলামের বিধান
Next: রোটা ভাইরাস! শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*