নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:
রাজশাহী : রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইউসুফ আলীকে থাপ্পড় মেরেছেন এক যুবলীগ নেতা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বাঘা থানার সহকারী উপপরিদর্শক ইউসুফ আলী মোটরসাইকেল নিয়ে নায়ারণপুর বাজারে যান। তিনি রাস্তার পাশে মোটরসাইকেল রেখে অন্য পাশে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় শুভ নামে এক সাইকেল আরোহীর সঙ্গে তার ধাক্কা লাগে। এ ঘটনায় ইউসুফ আলী তাকে মারপিট করে। ওই ঘটনার অল্প কিছুক্ষণ পরে জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মিঠু মোটরসাইকেলযোগে তার সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।
পথে একই স্থানে মিঠুর মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে ইউসুফ আলীর। এ ঘটনায় মিঠুকে মারতে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তা। বাকবিতণ্ডা এক পর্যায়ে মিঠু ইউসুফ আলীর দুই গালে থাপ্পড় মারেন। এ সময় ওই পুলিশ সদস্য মিঠুকে আটক করার চেষ্টা করলে পালিয়ে যান তিনি।
বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, কোনো থাপ্পড় মারার ঘটনা ঘটেনি। তুচ্ছ একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তাদের দুজনের মধ্যেই মীমাংসা হয়ে গেছে।
নিউজবাংলা/একে
Comments
comments