নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর রাণীনগরে চালককে হত্যা করে মাইক্রো ছিনতাইয়ের ঘটনায় চাকুরিচ্যুত এক সেনা সদস্যসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে আসামীদের হামলায় পুলিশের দু’সদস্য আহত হয়েছে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড শর্টগানের গুলি করে আসামীকে গুলিবৃদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে। পুলিশ তাদের বাড়ী তল্লাশী করে ছিনতাই হওয়া চালকের মোবাইল ফোন ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে ও আধুনিক বৈজ্ঞিানিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক পি,পি, এম এর প্রত্যক্ষ দিক নির্দেশনা ও তত্তাবধানে রাণীনগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহহিল জামান,শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সোহেলরানা’র নেতৃত্রে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বেলঘড়িয়া বাজার হতে ওই এলাকার রঞ্জনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে ফিরোজ (২৫) কে গ্রেফতার করেন । গ্রেফতারকালে ফিরোজের কাছ থেকে ছিনতাই হওয়া চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয় । এসময় একই গ্রামের আফসার সরদারের ছেলে একরাম সরদার (২৫)কে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে এলাকার করজগ্রামের খোরশেদ আলীর ছেলে জিল্লুর রহমান (২২)কে এবং কাচারী বেল ঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রদিউল ইসলাম (১৮)কে গ্রেফতার করা হয়। এর পর আবাদপুকুর এলাকার মুন্সিপুর গ্রামের মহফিল আলীর ছেলে খলিলুর রেজা মামুন (৩৯)কে গ্রেফতার করেন। ওসি জানান, খলিলুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা করলে পুলিশের এস.আই শফিকুর রহমান ও কন্সটেবল আবুল কালাম আজাদ আহত হয় এসময় পুলিশ ও পাল্টা শর্টগানের একরাউন্ড গুলি খলিলুর রহমানের হাটুতে করে তাকে পাকরাও করে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয় । গ্রেফতারকালে পুলিশ খলিলুর রহমানের বাড়ী থেকে একটি ধারালো সামুরাই,একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা ও ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
উল্লেখ্য, গত ৮নভেম্বর নওগাঁ উপশহরের আক্কাছ আলীর ছেলে মাইক্রোচালক রহিদুল ইসলাম (৩০) কে ঢাকা এয়ার পোর্টে যাত্রী যাবার কথা বলে কৌশলে রাণীনগর থানার দেওলিয়া গ্রামের ত্রিমোহনী ব্রিজের নিকট নিয়ে এসে হাত-পা,মূখ ভেধে হত্যা করে খালের পানিতে ফেলে মাইক্রো নিয়ে পালিয়ে যায় । এর পর পুলিশ পরের দিন লাশ উদ্ধার করে এবং ১১নভেম্বর লক্ষীপুর সদরের উত্তর মধুপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পরিত্যাক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করে।
নিউজবাংলা/একে
Comments
comments