নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে অবৈধ পার্শ্ব সংযোগের ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রিজিয়া বিবি (৫৫) নামের এক বৃদ্ধা মারা গেছে । গতকাল শনিবার দুপুর সোয়া একটায় ঘাস কাটতে গিয়ে তিনি এদূর্ঘটনায় মারা যান।
স্থানীয়রা জানান, সদরের পশ্চিমবালুভরা গ্রামের সাহাদ আলীর স্ত্রী রিজিয়া বিবি গরুকে খাওয়ানোর জন্য হাসপাতাল মোড়ে রাণীনগর ক্লিনিকের পার্শ্বে যায় ্ এসময় অবৈধ পার্শ্ব সংযোগের ঝুলে থাকা বিদ্যুতের তার গলার সাছে পিচে ধরে। এতে সে ঘঁনাস্থলেই মারা যায় । এব্যাপারে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে রাণীনগর উপজেলা পল্লী বিদ্যুতের বিলিং এরিয়া শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার জানান, ।#
রাণীনগরে কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও বৃত্তির টাকা প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিউজবাংলা/একে
Comments
comments