Breaking News
  • ‘সুন্দরবন’ আগামী পূজার আগেই পশ্চিমবঙ্গের নতুন জেলা হচ্ছে
  • স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর খুলা হবে ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম : তারানা হালিম
  • আইএসে নিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নারী
  • পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন
  • শারীরিক পরীক্ষা শেষে কাশিমপুর কারাগারে বাবর

রাণীশংকৈলে ফুটবল দর্শক মাতালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জয়

নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল মীরডাঙ্গী প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার মরহুম আলী আকবর এমপি ও মিজানুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল একাডেমী সৈয়দপুর ও দোলুয়া ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। তিনি কিছুক্ষণ খেলা দেখার পর খেলোয়াড়ি পোশাক পড়ে দোলুয়া ফুটবল একাদশের জার্সি পড়ে মাঠে নামেন। মধ্য বিরতির পর তিনি খেলায় নেমে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে দর্শক মাতালেন। প্রশংসনিয় ব্যক্তিত্ব তিনার দর্শকদের মুখে মুখে এমন কথা। খেলার পাশাপাশি বক্তব্য, আবৃতি, কথার ছন্দ যেন রাণীশংকৈল বাসিকে মুগ্ধ করে তোলেন।

খেলায় ফুটবল একাডেমী সৈয়দপুর ২-০ গোলে দোলুয়া ফুটবল একাদশকে পরাজিত করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সাবেক এমপি ঠাকুরগাও-৩ মোঃ এমদাদুল হক, প্রমিলা ফুটবল একাডেমীর পৃষ্ঠপোশক অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সইদুল হক, শাহরিয়ার আযম মুন্না। খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসার মো. সফিকুল আলম, সম্পাদক আনিশুর রহমান বাকি প্রমুখ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: সিএনজি-সেনাবাহিনীর গাড়ী মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত
Next: আজ দানবীর রনদা প্রসাদ সাহার ১১৯তম জন্মজয়ন্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*