Breaking News
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

রাণীশংকৈল মহারাজা হাট আনন্দ মেলা ভেঙ্গে দিলেন ইউএনও

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

রাণীশংকৈল প্রতিনিধি ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর মহারাজা হাট আনন্দ মেলা ২৩ নভেম্বর সন্ধায় ভেঙ্গে গুড়িয়ে দিলেন ইউএ মাসফাকুর রহমান।

আনন্দ মেলার নামে অশ্লীলতা বিরাজ করছিল। অসালিন মনের লোকজনকে ছত্রভঙ্গ করে পুলিশ এলাকা ছাড়া করে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ১০ দিনের জন্য মেলার অনুমতি দেন। গত ৭ নভেম্বর ঠাকুরগাও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, ২ ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী মেলার উদ্ভোধন করেন। এরপর যাত্রাগান, ভ্যারাইটিজ শো, র‌্যাফেল ড্র চালিয়ে এলাকার পরিবেশ নষ্ঠ করে। সালিনতা সীমানা পেরিয়ে নগ্ন নৃত্যে মেতে উঠে এলাকা। এতে স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয়। এ প্রসঙ্গে মেলা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান যতিষ চন্দ্র রায় ও সম্পাদক ফজলুর রহমান বলেন ৭ নভেম্বর উদ্ভোধন হলেও ১৫ নভেম্বর থেকে ১০ দিনের আমরা অনূমতি পেয়েছি। এ মেলাটি বিনোদনের জন্য আয়োজন করেছি তেমন কোন আয়ের উৎস নেই যা আয় হয় তা থানা পুলিকে দিতে হয়। আমরা নামে মাত্র কমিটি সব কিছুর আয়োজক।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা ভাবপ্রাপ্ত ইউ এন ও সহকারি কমিশনার ভূমি মাসফাকুর রহমান বলেন, বর্তমানে পিএসসি, এসএসসি পরীক্ষাসহ সকল শ্রেণির পরীক্ষার সময় চলছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ভেবে মেলা বন্ধের জন্য কমিটিকে অনেক বার তাগিদ দেওয়া হয়েছে তারা কর্ণপাত না করায় ভেঙ্গে দেওয়া হয়েছে।

মেলা ভেঙ্গে দেওয়ার কারনে এলাকাবাসি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফাকুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন। স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় ফেলেছেন দির্ঘস্বাস এলাকাবাসি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঝালকাঠির কিফাইতনগরে মাদক ব্যবসা জমজমাট
Next: ডিমলায় গৃহবধুর আত্মহত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*