নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা : রোনালদোর ব্যাপারে দল যে বিরক্ত বা তাকে ছাড়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে, সেটা বোঝা গিয়েছিল রিয়াল প্রেসিডেণ্ট ফ্লোরেন্তিনো পেরেজের কথায়৷ যিনি প্যারিস সেণ্ট জার্মেইনকে বলেছিলেন, একশো মিলিয়ন পাউন্ড খরচ করতে পারলে রোনালদোকে ছাড়তে সমস্যা নেই তাদের৷
কোচ কার্লো আনচেলোত্তিকে সরিয়ে রাফায়েল বেনিতেজকে আনার ব্যাপারটা এখনও মানতে পারেননি রোনালদো৷ প্রকাশ্যে ক্লাবের এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারবার৷ রাফা যতই বলুন, তার দলের স্ট্রাইকারের সঙ্গে কোনও ঝামেলা নেই, দু’জনের ভিতরে যে ঠান্ডা যুদ্ধ লেগে রয়েছে সেটা বোঝা গিয়েছিল সেভিয়া ম্যাচে রিয়ালের হারের পর৷
আনচেলোত্তি রোনালদোকে ঘিরে দল তৈরি করতেন৷ রাফা উল্টোটা৷ তাই সেদিন ম্যাচ শেষে রোনালদো সতীর্থ রামোসকে বলেছিলেন, ‘‘সবাই নিচে দাঁড়ালে বল পাব কী করে?” কটাক্ষ যে রিয়াল কোচকে করা হয়েছে তা নিয়ে সন্দেহ নেই৷ সামনেই বড় ম্যাচ৷ যা পরিস্হিতি তাতে এটাই হয়তো বার্সেলোনার বিরুদ্ধে রিয়ালের জার্সি গায়ে শেষ এল ক্লাসিকোয় নামতে চলেছেন রোনালদো৷ রিয়ালের তরফে কেউ কিছু না বললেও, কর্তাদের মুখে এখন এই কথাই ঘোরাফেরা করছে৷ রিয়াল যে তাকে আর চায় না সেটা আরও একটা ব্যাপারে পরিষ্কার হয়ে গিয়েছে৷
সদ্যই রোনালদোকে নিয়ে সিনেমার উদ্বোধন হয়েছে৷ লন্ডনে ছবির প্রিমিয়ারে উপস্হিত ছিলেন অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে অনেকেই৷ কিন্ত্ত সেই অনুষ্ঠানে রিয়ালের সভাপতি বা অন্য কেউ উপস্হিত ছিলেন না৷ রোনালদো নিয়ে রিয়াল কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এখন শুধু তারই অপেক্ষা৷
নিউজবাংলা/একে
Comments
comments