নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে চার গোলে হারানোর পরে আকাশে উড়ছে বার্সেলোনা ৷ গোটা দলটা এখন আত্মূবিশ্বাসী ৷
চোট সারিয়ে লিওনেল মেসি মাঠে ফেরার পরে বার্সার শক্তি এখন বহুগুন বেড়ে গিয়েছে ৷ ঠিক এমন পরিস্থিতিতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির এ এস রোমার মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ৷ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া লুই এনরিকের দল৷ প্রথম লেগে রোমার বিরুদ্ধে জিততে পারেনি বার্সা৷ তাই দ্বিতীয় লেগে রোমাকে হারিয়ে সেই প্রতিশোধ তুলতে মরিয়া বার্সা ৷
বার্সা কোচ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন লিও মেসি ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট ৷ চোট সেরে গিয়েছে মেসির ৷ রিয়ালের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন মেসি ৷একটা ক্ষেত্রে গোল করার মতো পরিস্থিতি তৈরিও করেছিলেন তিনি ৷ কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি ৷ এনরিকে মনে করছেন রোমার বিরুদ্ধে নিজের জাত চেনাতে পারবেন আর্জেন্তিনার মহাতারকা ৷ ফের ঝলমল করবেন মেসি ৷ রোমার বিরুদ্ধে জ্বলে উঠতে নিজেও মরিয়া মেসি ৷
মেসি ছাড়া অনবদ্য ছন্দে রয়েছেন নেইমার ৷ ছন্দে রয়েছেন সুয়ারেজও ৷ এই তিন ত্রয়ীর ওপরই নির্ভর করছে বার্সার সাফল্য ৷
নিউজবাংলা/একে
Comments
comments