নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
লালমনিরহাট : লালমনিরহাটে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক হয়েছে।
শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, নাশকতা রোধে আটক অভিযান চলমান থাকবে ।
নিউজবাংলা/একে
Comments
comments