নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: শেষ হলো কবি, অভিনেতা তারেক মাহমুদ পরিচালিত ‘চটপটি’ ছবির তৃতীয় লটের কাজ। ২০-২৩ নভেম্বর পর্যন্ত গাজীপুরের হোতাপাড়ায় চলে শুটিং। এতে অংশ নেন নীরব খান, জারা ও চমক তারা।
ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রথম প্রযোজিত এ ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, ও গান লিখেছেন পরিচালক নিজেই।
গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা আর এক বারডান্সারের সাথে এক অন্ধ যুবকের সংসারের গল্প নিয়েই এই চলচ্চিত্র এগিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর শাহবাগস্থ জাতীয় যাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মহরত অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ছবিটি। এ বছরের ২৭ মার্চ এবং ৩ মে দুই দফায় এই ছবির শুটিং হয়। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে তিনটি গানের চিত্রায়নও।
ছবিতে আরও অভিনয় করেছেন সফিক খান দিলু, আফফান মিতুল, জিনান, শিখা কর্মকার, লিজা খানম, মিজানুর রহমান, আশিকুর রহমান পলাশ, কিরন, বাদল, আশিক দেওয়ানসহ আরো অনেকে। সংগীত পরিচালনায় আছেন বাসুদেব ঘোষ,সন্ন্যাসী, মীর হাসান স্বপন, অমিত কর, মাসুম।
নিউজবাংলা/একে
Comments
comments