Breaking News

শুধু আর্জেন্টিনা নয়, স্পেনেও নাগরিকত্ব রয়েছে মেসির

নিউজবাংলা: ১২ জুন, রোববার:

ঢাকা: আজেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সম্পর্কে হয়তো অনেকের নখদদর্পন জানা রয়েছে। অনেকেই অনেক কিছু জানেন। তারপরও সবার জানার জন্য মেসি সম্পর্কে দিচ্ছি পাঁচ তথ্য। জেনে নিন এই পাঁচটি তথ্য। তাহলে মেসিকে আরও গভীর ভাবে ভালবাসতে পারবেন।

 

১) লিওনেল মেসি প্রথম ন্যাপকিনে কন্ট্র্যাক্ট সাইন করেছিলেন।

২) লিওনেল মেসি

আর্জেন্টিনার যে অঞ্চলে জন্মেছিলেন, সেখানেই জন্মেছিলেন চে গেভারা।

৩) ২০০৮-এ রোনালদিনহোর কাছ থেকে দশ নম্বর জার্সি পান লিওনেল মেসি। মেসি তখন বার্সেলোনায়।

৪) মেসির কাছে রয়েছে আর্জেন্টিনা ও স্পেনের পাসপোর্ট। বিশ্বকাপে ব্যর্থ হলেই আর্জেন্টিনীয়রা বলতে শুরু করেন, ওহে মেসি, তুমি তো স্পেনের হয়ে বিশ্বকাপে নামতে পারতে। তাহলে তো বিশ্বকাপটা জিততে পারতে।

৫) লিওনেল মেসি ছোটবেলা থেকেই খর্বকায়। এগারো বছর বয়সে ধরা পড়ে মেসির গ্রোথ হরমোন স্বাভাবিকের তুলনায় কম নিঃসৃত হয়। চিকিৎসার খরচ ছিল প্রতি মাসে ন’শো ডলার। সেই খরচ দেওয়া সম্ভব ছিল না মেসির পরিবারের পক্ষে। তখনই আর্জেন্তিনা ছেড়ে মেসি চলে আসেন স্পেনে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: পবিত্র রমজানে মুসলমান ক্রিকেটারের মৃত্যু, শোকে মাতম ক্রিকেট বিশ্ব
Next: শুটিংয়ে অসুস্থ নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*