Breaking News
  • ওলামাদলের নেতাসহ আটক ৬
  • তফসিল পেছাতে ইসিকে চিঠি দিচ্ছে বিএনপি
  • পার্বতীপুরে চলছে শীত বরণের প্রস্তুতি
  • পার্বতীপুরে লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্বোধন
  • আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র চলছে: ভারতীয় মন্ত্রী

সখীপুরে বাল্যবিয়ের দায়ে বর-কনের কারাদণ্ড

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

সখীপুুুুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত বর সাকিব খানকে ১ বছর এবং কনে হেনা আক্তার লিজাকে ১৫ দিনের কারাদ- দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রফিকুল ইসলাম এই কারাদ- দেন। সাকিব খান উপজেলার নলুয়া গ্রামের মোনায়েম খানের ছেলে এবং হেনা আক্তার লিজা একই গ্রামের লাভলী আক্তারের মেয়ে।
উপজেলার নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী হেনা আক্তার লিজা বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে সাকিব খান তার সহযোগীদের নিয়ে হেনাকে উঠিয়ে নিয়ে বিয়ে করে। শুক্রবার বিকালে ওই ছাত্রীর মা লাভলী আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার পুলিশ নিয়ে সাকিবের চাচা আইয়ুব খানের বাড়ি থেকে বর-কনেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বরকে এক বছর ও কনেকে ১৫ দিনের কারাদ- দেন। বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে স্থানীয় নিকাহ রেজিস্ট্রার কাজী হেলালকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে না পেয়ে তার নলুয়া বাজারের নিকাহ রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে মেয়ের মা লাভলী আক্তার বলেন, ‘আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে বখাটে সাকিব বিয়ে করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে ইউএনওর কাছে অভিযোগ করি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ফাঁসি স্থগিত চায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কমিটি
Next: স্বামী বিদেশে, প্রেমিককে নিয়ে হোটেলে রাত্রীযাপন অতপর…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*