Breaking News
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৪ কর্মী গ্রেফতার

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

সাতক্ষীরা সংবাদদাতা:

জেলায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াত-শিবিরের ২৪ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এদিকে মঙ্গলবার গভীর রাতে শহরের তিয়ানশি অফিসে গোপন বৈঠক করার সময় ১৮ জন জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করেছে।

কামালনগর এলাকায় সুলতান ভিলায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে ৪টি হাতবোমা, বেশকিছু নাশকতামূলক পরিকল্পনার বই ও জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১৪ জন, শিবিরের ১০ কর্মীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করে। এর মধ্যে সদর থানায় ২২ জন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে ২ জন, আশাশুনিতে ২ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটায় ১ জনকে গ্রেফতার করা হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নাশকতার ৩ মামলায় ফখরুলের জামিন মঞ্জুর
Next: অষ্টম অধিবেশনে ১০ বিল পাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*