নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
নওগাঁ: নওগাঁয় সিএনজি ও সেনাবাহিনীর গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের এনায়েতপুর মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ নওগাঁ সদর উপজেলার চককামরা (চকগোবিন্দপুর) গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও তালোড়া মাদ্রাসার ছাত্র।
বগুড়ায় কর্মরত সেনাবাহিনীর মেজর শাহেদ জানায়, শীতকালীন মহড়ার প্রস্তুতি নিতে বগুড়া থেকে নওগাঁর মহাদেবপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ শহরের এনায়েতপুর বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা মাদ্রাসা ছাত্র নিহত হয় এবং আরো দুই যাত্রী আহত হয়। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ সকল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
নিউজবাংলা/একে
Comments
comments