Breaking News
  • মতিঝিলে ককটেলসহ ৬ শিবির নেতা আটক
  • কাশিমপুর থেকে আবারো ঢামেকে স্থানান্তর অসুস্থ বাবরকে
  • হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪

সৌদিতে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নামছে

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) আয়োজিত আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টে শনিবার (২১ নভেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে খেলবে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেদ্দায় আইডিবির সদর দপ্তরে ছয় দেশের এই আন্তঃকনস্যুলেট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আইডিবির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আকা।
টুর্নামেন্টের অন্য দলগুলো হলো, আইডিবি গ্রুপ, ইন্ডিয়ান কনস্যুলেট, শ্রীলঙ্কান কনস্যুলেট ও সাউথ আফ্রিকান কনস্যুলেট।
বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা। আইডিবি গ্রুপ, ইন্ডিয়ান কনস্যুলেট ও শ্রীলঙ্কান কনস্যুলেট রয়েছে অপর গ্রুপে।
জেদ্দা কনস্যুলেটের কনসাল (শ্রম) মোকাম্মেল হোসেনের নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশ কনস্যুলেট দল।
মোকাম্মেল হোসেন বলেন, খুব ভালো টিম হয়েছে আমাদের। আমরা ভালো করতে পারব বলে আশা করছি।
গত শনিবার (১৪ নভেম্বর) আইডিবি মাঠে প্র্যাকটিস ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় লাভ করে বলেও জানান তিনি।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম, কনসাল আজিজুর রহমান এবং খেলায় অংশ নেওয়া দেশগুলোর কনসাল জেনারেলরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ৮ ডিসেম্বর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা কনস্যুলেট দলের। গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি করে চারটি দল সেমিফাইনালে যাবে।
সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ প্রতি শুক্র এবং শনিবার অনুষ্ঠিত হবে খেলা। আগামী ১৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মহিলা সহকর্মীর কোলে বসে পুলিশকর্মী বরখাস্ত
Next: কলাপাড়ায় ২৫ নভেম্ববর শুরূ হবে হিন্দু ধর্মাবলম্বীদের রাস মেলা ও গঙ্গাস্নান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*