Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

স্ত্রীর প্রতারণা বোঝার কৌশল জানেন কী ?

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: স্ত্রী ঠকাচ্ছে বা প্রতারণা করছে কি-না, তার কিছু লক্ষণ দিয়ে আপনি বুঝতে পারবেন। সম্প্রতি দি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে লিখেছে, বিশেষজ্ঞদের মতে, ফোনকল, বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ, স্নান ও ব্যায়াম, ঘ্রাণ, চক্ষু যোগাযোগ, এবং যৌন বিচ্যুতির লক্ষণের মাধ্যমে আপনার স্ত্রী সম্পর্কে ধারণা পাবেন।

ফোনকল : ফোনে কথা বলার সময় কণ্ঠস্বর বা খুদে বার্তার কারণে অভ্যাস পরিবর্তন হলে বুঝবেন আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে। তিনি যদি ফোনে কথা বলার সময় নিচু কণ্ঠস্বর ব্যবহার করেন বা আপনার সঙ্গে প্রথম দেখা করার সময় যেরকম প্রেমের আচরণ করেছেন, সেরূপ আচরণ করেন; যদি মনে হয় তার ফোন অভ্যাসের পরিবর্তন হয়েছে এবং আপনি পরিবর্তন ধরতে পারছেন না, তবে বুঝবেন তার সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

স্নান ও ব্যায়াম : আপনার স্ত্রী স্নান করে ঘরে ফেরেন, যেখানে আগে দিনে একবারও স্নান করতেন না। অন্যদিকে হঠাৎ করে তিনি ব্যায়াম করা শুরু করেছেন। এর দুটি বিষয় আছে_ ব্যায়াম বৈধ অজুহাত হতে পারে। আবার নতুন প্রেমে আগ্রহ থেকেও হতে পারে। অন্যদিকে শারীরিক সম্পর্কের কারণে তিনি বিকেলে স্নান করতে পারেন। যে স্নান তিনি আগে রাতে করতেন।

বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ : তিনি যদি আগের তুলনায় তার বান্ধবীদের সঙ্গে বেশি সময় ব্যয় করেন, অনেক বিকেল তাদের সঙ্গে কাটান, যা আগে আপনি দেখতে পাননি; কার সঙ্গে ছিলেন তার উত্তর জানতে চাইলে তার উত্তর আন্তরিক হয়, তবে বুঝবেন আপনার স্ত্রী বান্ধবীদের সঙ্গে নয়, অন্য কারও সঙ্গে বাইরে ছিলেন।
ঘ্রাণ : আপনার স্ত্রীর কাছ থেকে যদি নতুন কোনো পারফিউমের ঘ্রাণ পান, যা আগে আপনি পাননি, তাহলে বুঝবেন আপনার স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।

চক্ষু যোগাযোগ : তিনি চোখে চোখ রেখে কথা বলা বা প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন, যা আগে তিনি কখনোই করতেন না; কিন্তু সরাসরি তার দৃষ্টি আপনি খুঁজছেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা খুব কঠিন। যদি আপনার স্ত্রী আপনাকে মিথ্যা বলে তাহলে তিনি কখনোই আপনার চোখের দিকে তাকাতে পারবেন না।

যৌন বিচ্যুতি : আপনার সঙ্গে তার আগের চেয়ে যৌন মিলনে আগ্রহ কমে যায়। যৌন মিলনের সময় তিনি শুধু ভান করছেন। যৌন বিষয়ে আপনি আগে জানতে বা আপনাকে নতুন কৌশল শিক্ষা দিতে চাচ্ছেন। যৌন আচরণে পরিবর্তন হয়েছে। যা নতুন সম্পর্ককে ইঙ্গিত করে এবং ঘরের বাইরেই তিনি তার যৌন চাহিদা পূরণ করেন। অর্থাৎ তার যৌন বিচ্যুতি ঘটেছে। এইসব লক্ষণ থেকেই একেবারে নিশ্চিত হওয়া যায় কিনা সেটা পরের বিষয়।কিছু একটা ভুল হবার আগেই প্রয়োজনীয় সতর্কতা রাখতে নিশ্চয়ই দোষের কিছু না।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বুধবার পর্যন্ত নিজামীর আপিল শুনানি মুলতবি
Next: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*