Breaking News
  • আত্রাইয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাকোঁ পারাপার
  • ‘সুন্দরবন’ আগামী পূজার আগেই পশ্চিমবঙ্গের নতুন জেলা হচ্ছে
  • স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর খুলা হবে ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম : তারানা হালিম
  • আইএসে নিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নারী
  • পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন

হাজীগঞ্জে গায়েবানা জানাজার দায়ে দু’জনের কারাদণ্ড

নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজায় অংশ নেয়ার দায়ে দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- হাজীগঞ্জ আল-কাউছার ক্যাডেট মাদ্রসার প্রধান শিক্ষক গোলাম ফারুক ইয়াহিয়া (৪৩) ও বলিয়া গ্রামের জামায়াত কর্মী জাকির হোসেন (৬৬)।

হাজীগঞ্জ থানার এসআই মনির হোসেন জানান, রোববার ভোর সাড়ে ৬টায় পুলিশি টহলরত অবস্থায় দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভার পশ্চিম মকিমাবাদ অবস্থিত আল-কাউসার স্কুল ও ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাজার নামায আদায় করা হচ্ছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।

পরে ভ্রাহ্মমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের শাস্তি দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম জানান, বিনা অনুমতিতে গায়েবানা জানাজা ও সমাবেশ করার অপরাধে তাদের এ কারাদণ্ড দেয়া হয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নিজামীর শুনানি ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে
Next: পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*