Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

হৃদরোগের ঝুঁকি বাড়ায় গ্যাস্ট্রিকের ওষুধ !

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: বুক জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের জন্য আমরা বিভিন্ন ধরণের ওষুধ সেবন করি।

কিন্তু এসব ওষুধ সেবনে হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি করে। তাই চিকিৎসকদের এসব রোগের ব্যবস্থাপত্র দেওয়ার সময় সবেচেয়ে কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ও স্বল্পমেয়াদি ওষুধ প্রদানের পরামর্শ দিয়েছেন গবেষকরা।

 

পাকস্থলীর গ্যাস্ট্রিকের সমস্যা উপশমে প্রোটন পাম্প ইনহিবিটরস (পিপিআইএস) জাতীয় ওষুধ ওমিপ্রাজল, রাবিপ্রাজল এবং প্যান্টাপ্রাজল খাওয়া হয়।

কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরীণ ওষুধ বিশেষজ্ঞ ডা. টড সি. লি বলেন, পিপিআইএস জাতীয় ওষুধে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সারা বিশ্বে এক কোটি রোগী যারা পিপিআইএস জাতীয় ওষুধ গ্রহণ করে। কিছু পিপিআইএস জাতীয় ওষুধ নিয়ে পর্যবেক্ষণমূলক গবেষণা চলছে। ক্লপিডোগগ্রেল নামে অ্যান্টপ্লেটলেট জাতীয় ওষুধ রোগীদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

গবেষণায় বলা হয়, দীর্ঘমেয়াদি পিপিআইএস জাতীয় ওষুধ গ্রহণের ঝুঁকি সম্পর্কে চিকিৎসক ও রোগীদের সচেতন হওয়া উচিত। এই ধরণের ঝুঁকি কমাতে আমাদের জীবনধারণ পদ্ধতি বদলানো দরকার। গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধে ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণের পরিমাণ কমানো উচিত।

এজন্য গ্যাস্ট্রিকের সমস্যায় স্বল্পমেয়াদি এবং কম পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত পিপিআইএস জাতীয় ওষুধ সেবন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ‘ঘড়ি বালককে আটক’ দেড় কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
Next: বুধবার পর্যন্ত নিজামীর আপিল শুনানি মুলতবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*