নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
যশোর: যশোর জেলায় এক হাজার ৮৭৫ জন যক্ষ্মা রোগী সনাক্ত করে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ তথ্য উপস্থাপন করে। যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নাটাব।
এতে সভাপতিত্ব করেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর সাদিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডা. সৈয়দ জিজি এ কাদরি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইমদাদুল হক যক্ষ্মা রোগী, চিকিৎসা, সচেতনতা ও রোগ প্রতিরোধের সার্বিক বিষয় উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন, ‘২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত যশোরে এক হাজার ৮৭৫ জন যক্ষ্মা রোগী সনাক্ত করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।’
নিউজবাংলা/একে
Comments
comments