Breaking News
  • চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ: এলাকায় ব্যাপক উত্তেজনা
  • ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত ৩
  • জানাযার পূর্বে মৃত ব্যক্তি জেগে উঠলেন!
  • বিশ্বনাথে দৌলতপুর যুবসংঘের অভিষেক ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত
  • কলাপাড়ায় আমনের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

৫ দিনের জোড় ইজতেমা শুরু

নিউজবাংলা: ২০ নভেম্বর-শুক্রবার:

নিউজবাংলা ডেস্ক: আজ শুক্রবার গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে পাঁচদিনের জোড় ইজতেমা।

প্রতিবছর এ জোড় ইজতেমা বিশ্ব ইজতেমা শুরুর চল্লিশদিন আগে অনুষ্ঠিত হয়। আগামী ২৪ নভেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শেষ হবে।

এ জোড় ইজতেমায় দেশ-বিদেশের প্রায় তিন লাখ মুসল্লীর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য বিষয়ে দেশ-বিদেশের মুরুব্বিরা বয়ান করবেন।

ইজতেমায় আগত গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছর এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। বিভিন্ন মেয়াদের চিল্লাধারী  মুসল্লীরা এ জোড় ইজতেমায় অংশ নেন এবং ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে তারা তাবলিগি কাজে ছড়িয়ে পড়েন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, জোড় ইজতেমার মুসল্লীদের নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও তার আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: আনন্দ নেই তারেকের জন্মদিনে
Next: বাসাইলে এক অন্তঃসত্তা মহিলাকে শারিরিক নির্যাতনের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*