সিলেট বিভাগে আর নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত।
বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। প্রথমে করোনাভাইরাসের হটস্পট ছিল ঢাক। তবে বর্তমানে দেশের সব বিভাগেই পাওয়া যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস প্রাদূর্ভাব অনেকটা পড়েছে।
সিলেট বিভাগে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাস ( কোভিড-১৯ এ ) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬০ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেশি।
মঙ্গলবার রাতে সিলেট স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওসমানি মেডিকেলের পরীক্ষাগারে মোট ১৮৫ জনের পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগারের দুজন কারারক্ষী ও একজন পুলিশ সদস্য রয়েছেন।
তিনি জানান সমাজিক দূরত্ব মানুষ মানছেনা তাই দিন দিন করোনা আক্রান্তের হার বেড়েই চলছে।
এ দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, ময়মনসিংহ কলেজ হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষার পর সিলেটের ধরমপাশা উপজেলার সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৬০ জনের। এর মধ্যে সিলেটের ১৮৬ জন, হবিগঞ্জের ১৩১ জন, সুনামগঞ্জের ৮২ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯২ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত জন।