নিউজবাংলা: ০৬ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগামীকাল (শনিবার) ইরান সফরে আসছেন।
আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) এ খবর নিশ্চিত করেছেন। রামাফোসার সঙ্গে থাকবে ১৬০ সদস্যের একটি ব্যবসায়িক ও শিল্পতিদের বিরাট প্রতিনিধিদল। তার এ সফরে ইরান থেকে তেল আমদানি ও দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি শোধানাগার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।
তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের আগে দক্ষিণ আফ্রিকা ইরান থেকে প্রতিদিন তিন লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করত। এসব তেল ব্যবহারের জন্য বিদেশি কোম্পানির শোধানাগারের ওপর নির্ভর করতে হতো। এখন দক্ষিণ আফ্রিকা চাইছে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে নিজেরাই একটি শোধানাগার স্থাপন করে ইরানি তেল ব্যবহারের উপযোগী করে তুলবে। তবে বিষয়টি এখনো প্রাথিমিক পর্যায়ে রয়েছে, সরকারি কোনো ঘোষণা দেয়া হয় নি।
গত সেপ্টেম্বর মাসে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, তেল রপ্তানির বিষয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এরইমধ্যে প্রাথমিক চুক্তি হয়েছে এবং নিষেধাজ্ঞা উঠে গেলে তেল রপ্তানি শুরু হবে।
নিউজবাংলা/একে
Comments
comments