নিউজবাংলা: ২০নভেম্বর-শুক্রবার:
ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন রয়েছে হাজার হাজার মানুষ।
বুধবার ঝড় আঘাত হানার পর প্রায় আড়াই লাখ ঘরবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে। ভেঙে পড়ার গাছ পালার কারণে রাস্তা ঘাট বন্ধ হয়ে গেছে।ঝড়ের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।
ঝড়ের গতি ছিল ১১৩ কিলোমিটার (৭০ মাইল)। ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বৃষ্টিপাত ও বন্যায় ওয়াশিটনের পূর্বাঞ্চলীয় স্পোকেন এলাকাটি ভেসে গেছে। দুর্যোগের পর উদ্ধারকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তারা বিভিন্ন স্থানে গিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন।
নিউজবাংলা/একে:
Comments
comments