নিউজবাংলা: ০৩ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা: এমন কিছু সময় রয়েছে, যে সময়ে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করলে আল্লাহ পাক তা ফিরিয়ে দেন না। মূলত ওই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ পাক সেই বান্দার দোয়া কবুল করে নেন। দোয়া কবুলের সময়গুলো হলো- ক. রমজান মাসে খ. সাহরির সময় গ. ইফতারের পূর্ব মুহূর্তে ঘ. আজান এবং একামতের মধ্যবর্তী সময় ঙ. জুমার দিনে এবং রাতে চ. ইমামের খুৎবা দেয়ার সময় ছ. আরাফার ময়দানে জ. দুই ঈদের দিনে এবং রাতে ঝ. শবেমেরাজের রাতে ঞ. শবেবরাতের রাতে ট. শবেকদরের রাতে ঠ. সিজদারত অবস্থায় ড. তাওয়াফের সময় ঢ. আশুরার দিবসে ণ. আইয়্যামে বিজের দিনে ও রাতে প. মুসাফির অবস্থায় এছাড়া আরও গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যা দোয়া কবুলের জন্য উত্তম সময়। যে বান্দা আল্লাহর হুকুম-আহকাম পালনে সচেষ্ট, তার দোয়া আল্লাহ সবসময় কবুল করে
নিউজবাংলা/একে
Comments
comments