পুলিশের নিরাপত্তায় নতুন নির্দেশনা দিল ডিএমপি

নিউজবাংলা: ০৬ নভেম্বর, শুক্রবার:

ঢাকা: সম্প্রতি রাজধানীর গাবতলী ও আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে দুর্বৃত্তদের আতর্কিত হামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুতে পুলিশবাহিনীর সদস্যরা উদ্বিগ্ন। রাস্তায় দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তায় নতুন নির্দেশনা দিল ডিএমপি।

বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন চেকপোস্ট বা টহলকালে কোনোভাবে পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। এর জন্য  কারোর অনুমতি লাগবে না। একই সঙ্গে চেকপোস্ট বসানোর সময় অন্তত একটি অস্ত্রের চেম্বারে গুলি ভর্তি রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠক সূত্রের বরাতে বলা হয়েছে, পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকলে চেকপোস্ট না বসিয়ে শুধু টহল দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে একই ধরনের নির্দেশনা সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই নির্দেশনা পালনে কোনো ধরনের শিথিলতা ও গাফিলতির পেলে সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*