নিউজবাংলা: ০৬ নভেম্বর, শুক্রবার:
ঢাকা: বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে থাকা প্রকাশকদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআর)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউএনএইচআর’র হাইকমিশনার জেইদ রা’আদ আল হোসেইন এ কথা দেন। তিনি লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
জেইদ রা’আদ আল হোসেইন বলেন, চলতি বছর অন্তত পাঁচজন বাংলাদেশী লেখক ও প্রকাশক উগ্রপন্থিদের হাতে খুন হয়েছেন। দু’জন বিদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। এছাড়াও আরো লোকেদের মারতে তৈরি করা হচ্ছে তালিকা। এভাবে চলতে থাকলে দায়িত্ব নিতে হবে সরকারকে।
তিনি বলেন, এমন আরো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন। এজন্য অপরাধীদের বিচারের আওতায় আনা ও লেখক, প্রকাশক এবং অন্য আরো যাদের হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা বিধান জরুরি। তিনি প্রশাসনকে আরো কার্যকরী পদক্ষেপ নিতেও আহ্বান জানান।
বিবৃতিতে জেইদ রা’আদ আল হোসেইন আরো বলেন, আমি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি এমন হত্যা ও হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপনের আহ্বান জানাচ্ছি।
নিউজবাংলা/একে
Comments
comments