বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Posted by: নিউজ ডেস্ক in ছবিঘর, সারাদেশ 19 Views
নিউজবাংলা: ১৯ অক্টোবর, সোমবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
“সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াহেদুজ্জামান শিশির, ব্র্যাক ওয়াশের টাঙ্গাইল জেলা ব্যাবস্থাপক গোলাম ফারুক প্রমূখ। বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন অভ্যাস গঠন সহ স্যানিটেশনের সার্বিক বিষয় সম্পর্কে নির্দেশনা দেন।
নিউজবাংলা/একে
২০১৫-১০-১৯
-
tweet
-
-
-
-
-