Breaking News

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সম্মানী প্রায় দ্বিগুন বাড়ানো হয়েছে

নিউজবাংলা: ১৯ অক্টোবর, সোমবার:

ঢাকা: সম্মানী বাড়লো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিদের সম্মানী প্রায় দ্বিগুন বাড়ানো হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত ৮১তম বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের সম্মানী বাড়ানোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য পদগুলো হচ্ছে- স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, হাইকোর্টের বিচারপতি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্য।

অনুমোদিত কাঠামো অনুযায়ী সবার মাসিক সম্মানী ৯১ শতাংশ বেড়েছে। নতুন এ কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ১ লাখ ২০ হাজার টাকা, প্রধানমন্ত্রী পাবেন ১ লাখ ১৫ হাজার টাকা, স্পিকার পাবেন ১ লাখ ১২ হাজার টাকা, প্রধান বিচারপতি পাবেন ১ লাখ ১০ হাজার টাকা, মন্ত্রীরা পাবেন ১ লাখ ৫ হাজার টাকা, হাইকোর্টের বিচারপতিরা পাবেন ৯৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, উপমন্ত্রীরা ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।

নিউজবাংলা/একে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*