বিশ্বনাথে আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজবাংলা: ০৬ নভেম্বর, শুক্রবার:

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থার ৭ম বৃত্তি পরীক্ষা শুক্রবার বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসার ১৮০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

পরীক্ষার হল পরিদর্শন করেন বাহাড়া দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ,বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম-সম্পাদক ডাঃ বিভাংশু গুণ বিভু, তরুণ সমাজসেবক রুনু কান্ত দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দবির মিয়া, সহ-সভাপতি ছাঁদ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী লয়লুছ মিয়া, ইদ্রিছ মিয়া, ধন মিয়া, সফিক মিয়া, আবদুর নূর, কদ্রিছ আলী, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কাওছার আহমদ, আমির আলী,হিরা মিয়া, সংস্থার সভাপতি সুয়েব আহমদ, সহ-সভাপতি লোকমান আহমদ, রোমান আহমদ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফ,শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ওয়াসেহ, সদস্য আশিক মিয়া, সায়েম মিয়া, লোকমান আহমদ,শিপন মিয়া, হাবিব মিয়া, মনি, জাকির,হাফিজুর, ইমন, ফরিদ, ছত্তার,আশরাফ, তোফায়েল,ইবজাল,ইমরান, সালেহ,সুজন,লিটন,তুরন মিয়া।

প্রসঙ্গত, আইডিয়্যাল সমাজ কল্যাণ সংস্থা একটি সামজিক সংগঠন। সংস্থা প্রতিষ্ঠাকালিন থেকে এলাকার বিভিন্ন সামাজিক,শিক্ষা,দরিদ্র মানুষের কল্যাণ করে আসছে।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*