নিউজবাংলা: ১৭ অক্টোবর, শনিবার:
ঢাকা: দেখতে অনেকটা ড্রোনের মতই। এটির পিঠে চেপে সওয়ার হওয়া যাবে। আপনাকে দাঁড় করিয়ে উড়িয়ে নিয়ে যাবে এটি। দুর্দান্ত এই হোভার বোর্ডটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মন্ট্রিলের উদ্ভাবক ক্যাটালিন অ্যালেক্সঅ্যান্ড্রু ডুরু। এই বোর্ডটি ইতোমধ্যে বেশিক্ষণ ওড়ার লড়াইয়ে শীর্ষে রয়েছে।
ক্যাটালিনের উদ্ভাবিত এই হোভার বোর্ডটিতে ড্রোনের মত পাখা রয়েছে। সম্প্রতি তিনি তার হোভারবোর্ডে চড়ে একটি হৃদের পানির ওপরে ২৭৫.৯ মিটার উচুতে পাঁচ মিনিট উড়েছেন। এর আগে প্রপেল্লারের তৈরি হোভার বোর্ড দেড় মিনিট উড়তে পেরেছে।
৩১ বছর বয়সী ক্যাটলিন এটি তৈরি করেছে তার নিজস্ব প্রতিষ্ঠান অমনি হোভারবোর্ড থেকে। অনেকটা নিরবেই তিনি কাজ করছেন। তিনি পরবর্তী প্রজন্মের হোভারবোর্ড তৈরি করছেন।
নিউজবাংলা/একে