পবিত্র আশুরা ২৪ অক্টোবর

নিউজবাংলা: ১৯ অক্টোবর, সোমবার:

ঢাকা: আগামী ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা। আজ বুধবার সন্ধ্যায় (১৪ অক্টোবর, ২০১৫) বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হবে হিজরি নববর্ষ ১৪৩৭। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ২৪ অক্টোবর (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

মহররম মাসের দশম দিবস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আল্লাহর নির্দেশে এ দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এ দিনেই কেয়ামত হবে।

১০ মহররম প্রথম মানুষ হজরত আদম (সা.)-কে সৃষ্টি করা হয়। আরও অনেক ঘটনার কারণে স্মরণীয় ১০ মহররম।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়। আশুরার দিনটি সরকারি ছুটির দিন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: শরণার্থীদের প্রবেশ সীমিত করবে স্লোভেনিয়া
Next: ফের আলোচনায় গম!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*