নিউজবাংলা- ১৪ নভেম্বর,শনিবার:
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর থেকে অপহৃদ স্বপ্না (১৪) নামে এক স্কুলছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রুহুল আমিনকে (২০) গ্রেফতার করা হয়।
শনিবার সকালে তাদের দু’জনকে সাদুল্যাপুর থানায় নিয়ে আসা হয়। এর আগে শুক্রবার তাদের কুমিল্লা থেকে উদ্ধার ও আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত রুহুল আমিন সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়ার মো. হবিবর রহমানের ছেলে।
অপহৃত স্বপ্না সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের শ্রী সুবাশ চন্দ্রের মেয়ে। সে ধাপেরহাট প্রিয়বালা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
সাদুল্যাপুর থানা ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, গত ২০ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি বাড়ি থেকে ধাপেরহাট বন্দরে আসে। এ সময় ধাপেরহাট বন্দরের পল্টন মোড়ে পৌঁছালে রুহুল আমিন তার অন্য সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন ওই মেয়ের মা বাদী হয়ে রুহুল আমিনসহ চারজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে। পরে কুমিল্লা সদর থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা সদরের চাঁদপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, শনিবার সকালে ছাত্রীটির মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ও অপহরণকারী রুহুল আমিনকে আদালতে পাঠানো হয়।
নিউজবাংলা/একে
Comments
comments