Breaking News

অসঙ্গতি থাকায় নিষিদ্ধ হলো রুবেল-সায়মনের ছবি

নিউজবাংলা- ১৬ নভেম্বর,সোমবার:
ঢাকা: ব্যাপক মারামারি ও দৃশ্যে অসঙ্গতি থাকায় প্রদর্শন নিষিদ্ধ হলো অ্যাকশন মাস্টার খ্যাত চিত্রনায়ক রুবেল ও সায়মন অভিনীত ছবি ‘ধ্বংস মানব’।

রবিবার ছবিটির প্রদর্শন আটকে দিয়েছে সেন্সর বোর্ড। সেন্সর ছাড়পত্রের জন্য গত সপ্তাহে ছবিটি জমা দেন প্রযোজক ও পরিচালক মিজানুর রহমান শামীম।

নিষিদ্ধের কারণ হিসাবে ছবির পরিচালক শামীম বলেন, ছবি জমা দেয়ার পর সেন্সর কমিটির পক্ষ থেকে জানানো হয়, ছবিতে অতিমাত্রায় মারামারির দৃশ্য রয়েছে।

তাই সেগুলো প্রয়োজনে আবার শুট করে জমা দেবেন তিনি। যা সরকারি আইনের বাইরে যাবে না।

এদিকে ছবির অভিনেতা সায়মন অভিযোগ করেন, ছবিতে অভিনয় ও অন্যান্য বিষয় বাবদ পরিচালকের কাছে তিনি টাকা পান।

সায়মন বলেন, এ ছবি নিয়ে আমি কী আর বলবো। আমি এখনও ১ লাখ টাকা পাবো। আর সেন্সরে ছবিটি আটকে দেয়ার কথা আমিও জেনেছি।

এ প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান শামীম বলেন, সায়মন টাকা পায় এটা আমি স্বীকার করছি। আর সেই টাকা দিয়েও দেবো আমি।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটি এমনই অসঙ্গতিপূর্ণ যে, কাটছাঁট করে কোনোভাবেই ছাড়পত্র দেয়া সম্ভব হবে না বলেই এর প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এ ছবিতে আরও অভিনয় করেছেন নবাগতা ঈতিশা, আলীরাজ ও রেহানা জলি।
নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: মিষ্টি খেয়েও ফিট রাখুন নিজেকে
Next: নাশকতা, গাড়ী ভাঙচুর, অগ্নি সংযোগসহ মামলায় গয়েশ্বরের মুক্তিতে আর বাধা নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*