Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

আত্রাইয়ে ইউপি সদস্যসহ ৩ জেএমবি সদস্য আটক, ককটেল ও অস্ত্র উদ্ধার

নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে সাবেক ইউপি সদস্যসহ তিন জেএমবি ক্যাডারকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও শাহাগোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হাই(৪৫), ভোঁপাড়া গ্রামের কবেজ শাহ’র ছেলে জিয়াউর রহমান (৩৭) ও কাশিয়াবাড়ী গ্রামের হুরমত আলীর ছেলে ময়েন সরদার(৩৫)।

আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: বদরুদ্দোজা জানান, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র বিষ্ফোরক দ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন তারা । আজ বিকেলে গোপন সংবাদে জানা যায় গ্রেফতারকৃতরা এলাকায় সন্ত্রাশী কার্যক্রম চালানো জন্যে চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।  এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: দেশের সবচেয়ে বড় লঞ্চের উদ্বোধন
Next: নড়াইলে তিনটি মামলায় উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*