নিউজবাংলা: ২০ জুলাই, বুধবার:
মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হচ্ছে।
নানা আয়োজনে এ কর্মসৃচী চলবে সপ্তাহ ব্যাপী। দিনের শুরুতে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.শাহীনূর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তফা সারয়ার শাহীন,ইউ আরসি ফররুক আহম্মেদ, উপজেলার বিভিন্ন ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি অজিত কুমার হালদার,ভুষণ চন্দ্র হালদার ও হামিদ প্রাং প্রমুখ । পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।#
নিউজবাংলা/ একে
Comments
comments