নিউজবাংলা: ১৫ জুলাই, শুক্রবার:
ঢাকা : বেইজিং ও লন্ডনের পর রিও অলিম্পিককেও নিজের আলোয় আলোকিত করতে চান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। হ্যামস্ট্রিং ইনজুরি সত্ত্বেও রিও অলিম্পিকের জন্য ৫৯ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে বোল্টকে। মূল ইভেন্টের আগে সুস্থ হয়ে উঠবে বলেই বোল্টকে স্কোয়াডে রেখেছে দ্য জ্যামাইকা অ্যাথলেটিক্স অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনস (জেএএএ)।
তাই রিও অলিম্পিকে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদী বোল্ট। তিনি বলেন ‘রিও অলিম্পিকেও সাফল্য ধরে রাখতে চাই।’ চলতি মাসের প্রথম দিকে জ্যামাইকান অলিম্পিক ট্রায়ালে ১শ’ মিটার ইভেন্টে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বোল্ট। ফলে রিও’তে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তারপরও বোল্টের উপর ভরসা রেখে রিও’র জন্য দল ঘোষণা করে জেএএএ।
তাই স্কোয়াডে থাকতে পেরে বোল্ট নিজেও খুশি। তিনি বলেন, ‘রিও’তে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। আশা করছি ট্রাকে নামার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবো।’
ট্র্যাকে নেমেই ক্ষান্ত থাকতে চান না বোল্ট। রিও অলিম্পিকেও সর্বোচ্চ সাফল্যের স্বাদ নিতে উদগ্রীব তিনি। আসন্ন রিও অলিম্পিক নিয়ে বোল্ট বলেন, ‘বেইজিং ও লন্ডনে নিজের সবগুলো ইভেন্টে স্বর্ণ জিতেছি। রিও’তেও সেরা সাফল্য পাবো। আমার লক্ষ্য ট্রেবল জয়।’
বেইজিং অলিম্পিকে ‘ট্রেবল’ জয়ের পর ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১শ’ ও ২শ’ মিটারের পাশাপাশি ১শ’ মিটার রিলেতেও স্বর্ণ জিতেছিলেন বোল্ট
নিউজবাংলা/ একে
Comments
comments