নিউজবাংলা- ১৫ নভেম্বর,রবিবার:
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
জেলার ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়ের বাজার বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন শ্রমিক লীগের দুই গ্রুপ একই সঙ্গে সমাবেশ ডাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
আঠারাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আল মামুন তালুকদার জানান, আঠারবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের দুই পক্ষ দুপুর ২টায় রায়ের বাজার বালিকা বিদ্যালয়ে সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে প্রশাসন সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।
আঠারবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল রায়বাজার বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে স্থানীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. কাজল মিয়া।
এদিকে যুগ্ম-আহ্বায়ক সুলতান মিয়াকে না জানিয়ে ওই সম্মেলন আহ্বান করায় তিনি ওই বিদ্যালয় মাঠেই একই সময়ে শ্রমিকদের নিয়ে সমাবেশের ডাক দেন। দুটি পক্ষই একই স্থানে সমাবেশ আহ্বান করায় উত্তেজনা শুরু হয়। এদিকে, ১৪৪ ধারা জারির পর ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
নিউজবাংলা/একে
Comments
comments