নিউজবাংলা: ১১জুলাই, সোমবার:
নিজস্ব প্রতিনিধি ॥ ঈশ্বরদী রেলগেটে অবস্থিত রূপসী বাংলা ক্লিনিকের চরম অব্যবস্থাপনায় ঈদের পরের দিন রাতে একটি সিজার রোগীর মৃত্যু হয়।
ক্লিনিকটির বিরুদ্ধে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে দূরব্যবহার ও ডাক্তারের নামে বিভিন্ন স্থান থেকে ভূয়া ডাক্তার এনে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীর অপারেশন করার অভিযোগ রয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সাহাপুর গ্রামের হযরত আলীর ছোট মেয়ে শোভা রূপসী বাংলা ক্লিনিকে ভর্তি হয়। সেখানে নিয়মিত ডাক্তার না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ভাড়াটিয়া ডাক্তার দিয়ে চিকিৎসা ও অপরাশনের মতো জটিল চিকিৎসা করাত। অপারেশন থিয়েটারেও প্রয়োজনীয় সরঞ্জামাদী ও লোকবল নেই। মেয়েটির নিয়মিত চিকিৎসক ছিল পাবনার ডাক্তার ফাতেমা । তার বাচ্চা প্রসবের ডেট ছিল ১৭ জুলাই কিন্তু রূপসী বাংলার ক্লিনিকের মালিক শিমূল বিশ্বাস ঈশ্বরদীর ডাক্তার লতিফা ছিদ্দিকাকে ভাড়া করে এনে প্রয়োজণীয় ওষুধ ব্যবহার না করে এবং প্রসূতির অভিভাবকের নিকট থেকে কোন অনাপত্তি স্বাক্ষর না নিয়েই অপারেশ করান। অপারেশনের কিছুক্ষণের মধ্যেই প্রসূতির মৃত্যু হয়। তবে তার গর্ভের কন্যা সন্তানটি বেচে যায়।
এ ঘটনাটি জানাজানি হলে রোগীর আত্মীয় স্বজনেরা ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে।
কয়েক দফায় রোগীর আত্মীয় স্বজনের সাথে ক্লিনিকের মালিক এবং ডাক্তারের সমঝোতা হলে পুলিশকে বিষয়টি অবগত না করে ওই রাতেই লাশ দাফন করা হয়। শোভার স্বামী ঈশ্বরদী নিউ কলোনী এলাকার ইউসুব আলীর ছেলে স্বর্ণকার ইসমাইল হোসেন সেতু ক্লিনিক মালিকের প্রলোভনে পড়ে স্ত্রী হত্যার বিচার না চেয়ে অজ্ঞাত কারনে নিরব রয়েছে বলে শোভার পিতা কৃষক হযরত আলী জানান।
নিউজবাংলা/ একে
Comments
comments