নিউজবাংলা: ১২ জুলাই, মঙ্গলবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস (৭৫) রবিবার বিকেল সাড়ে ছয়টায় ঢাকা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ৯শে জুলাই তিনি আওয়ামী লীগ কার্যালয়ে মিটিং শেষে বাথরুমে পা পিছলে পড়ে যান। এতে তাঁর কোমরের হিপ জয়েন্টের বল ভেঙ্গে যায়। ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। ট্রমা সেন্টারে ভর্তির পর তাঁর ফুসফুস ও হার্টের অবস্থার অবনতি হয়। কয়েকদিন আইসিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর রবিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ ঈশ্বরদীতে ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ শোকে মূহ্যমান হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা,মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্না, শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে তিনদিনের শোক পালনের আহব্বান জানিয়েছেন।
নিউজবাংলা/একে
Comments
comments